ads4

ads3

ads2

১ লাখ টাকায় কী ব্যবসা করা যায়?

 আপনার কোন ধরণের দক্ষতা আছে তা উল্লেখ নাই এখানে। যা হোক, ব্যবসা মানেই তো ঝুঁকি নিয়ে, নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে পরিশ্রমের মাধ্যমে স্বীয় অবস্থানের উন্নয়ন এবং মুনাফা লাভ।


১ লক্ষ টাকা দিয়ে কত কিছুই করা যেতে পারে।

১. গ্রামে গিয়ে জমি কিনে গাছ লাগিয়ে আসেন। গাছ বড় হলে বিক্রি করে দেবেন। আম জাতীয় গাছ হলে পরিবেশের অক্সিজেনের যোগানের সাথে সাথে প্রতিবছর আমের মৌসুমে বাড়তি টাকা ইনকাম হবে। জমির দাম দিন দিন বাড়ছে। সে গ্রাম বা শহর যেখানেই হোক। ক বছর পর তিনগুণ দামে বিক্রি করতে পারবেন। জমি কেনার ঝুঁকি, জমি রক্ষা করার ঝুঁকি আছে।

২. ড্রপ শিপিং করে বাইরের দেশের পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। তবে ঝুঁকি আছে।

৩. সবচেয়ে ভালো হবে যদি আপনার জায়গা থাকে মফস্বলে বা শহরে। সেখানে ওই টাকা দিয়ে ঘর তুলুন। বিল্ডিং না হোক টিনসেড। ভাড়াদিন। চোখ বুজে মাস শেষে টাকা পাবেন। প্যাসিভ ইনকাম।

ঝুঁকি ছাড়া তো ভাই ব্যবসা হয়না।"No risk no gain" বলে তো একটা কথা আছে।

ধন্যবাদ।

Next Post Previous Post

ads5